শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এই সেবার মাধ্যমে প্রাথমিক শিক্ষাখাতে তথ্য আদান প্রদানে সময়ক্ষেপণ দূর হবে - সাহারা খাতুন
এই সেবার মাধ্যমে প্রাথমিক শিক্ষাখাতে তথ্য আদান প্রদানে সময়ক্ষেপণ দূর হবে - সাহারা খাতুন
প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনসহ অনলাইন নির্ভর সেবার জন্য টেলিটকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট ও এসএমএস নির্ভর অনলাইন সেবার উদ্বোধন করা হয়। টেলিটকের সহায়তায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আফসারুল আমিন উপস্থিত ছিলেন।
রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে গতকাল এর উদ্বোধন উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তি, ফলাফল, পিএসসির নিয়োগের ক্ষেত্রে টেলিটকের কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়।
সাহারা খাতুন বলেন, এই সেবার মাধ্যমে প্রাথমিক শিক্ষাখাতে তথ্য আদান প্রদানে সময়ক্ষেপণ দূর হবে।
একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে কোনো নির্দেশনা প্রদান আরো সহজ হবে।
তিনি জানান, বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষক নিয়োগে গড়ে ৮ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন। সেক্ষেত্রে তাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগ শেষ করতে প্রায় বছর লেগে যায়। এই সেবার মাধ্যমে এখন থেকে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আফসারুল আমিন বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তথ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে এই কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরো একধাপ এগিয়ে দেবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।