শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » থ্রি জি নিলামের সময় পেছানো হবে না : অর্থমন্ত্রী
থ্রি জি নিলামের সময় পেছানো হবে না : অর্থমন্ত্রী
থ্রি জি নিলামের সময় পেছানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোন বলেছিল যে, গ্রামীণ ব্যাংক বিষয়ে গঠিত কমিশনের রিপোর্টের সুরাহা না হওয়া পর্যন্ত তারা থ্রি জি নিলামে অংশ নেবে না। কিন্তু আমরা তাদের এ প্রস্তাব গ্রহণ করবো না। কারণ সরকারকে তারা (গ্রামীণফোন) এটা বলতে পারে না। কমিশন সরকারের কোনো অংশ নয়।’
তিনি বলেন, ‘থ্রি জির নিলাম সময় মতো অনুষ্ঠিত হবে। তবে বিটিআরসি শিডিউল কিছুটা পরিবর্তন করবে।’ প্রসঙ্গক্রমে মুহিত বলেন, ‘এছাড়া টু জি’র ক্ষেত্রে একমাত্র রবি ছাড়া সবারই আগাম ভ্যাট দেয়া আছে। যাদের আগাম ভ্যাট দেয়া আছে সেগুলো সবই সমন্বয় করা হবে।’ জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে থ্রি জির নিলাম অনুষ্ঠানের কথা রয়েছে।
উল্লেখ্য, থ্রি জি নিলাম অনুষ্ঠানের সময় পেছানোর জন্য গ্রামীণফোনের বিদেশি অংশীদার ‘টেলিনর’ সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছিল।