মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার চীনে তৈরী হলো সুপার কম্পিউটার
এবার চীনে তৈরী হলো সুপার কম্পিউটার
নিজেদের মাইক্রোপ্রসেসর ব্যবহার করে চীন তৈরি করেছে তাদের প্রথম সুপার কম্পিউটার। চীনের জিনান প্রদেশে অনুষ্ঠিত এক প্রযুক্তি সভায় এ খবর জানানো হয়েছে। সানওয়ে ব্লুলাইট এমপিপি নামক এই মেশিনটি জিনানের জাতীয় সুপার কম্পিউটার কেন্দ্রে স্থাপন করা হয় গত সেপ্টেম্বর মাসে। এ সানওয়ে সিস্টেম প্রতি সেকেন্ডে ১০০০ ট্রিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। আশা করা হচ্ছে এটি পৃথিবীর প্রথম ২০ টি শক্তিশালী কম্পিউটারের একটিতে পরিণত হবে। এই মেশিনটির মাঝে রয়েছে ৮৭০০টি সেনউই এসডাব্লিউ ১৬০০ মাইক্রোপ্রসেসর। বর্তমানে চীন প্রযুক্তি-সেরা চিপ তৈরির প্রযুক্তির ক্ষেত্রে তিন প্রজন্ম পিছিয়ে রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটার বিশেষজ্ঞদের মতে সেনউই মাইক্রোপ্রসেসরের ডিজাইন এবং নীতি ইন্টেলের সর্বোচ্চ মানের মাইক্রোপ্রসেসরের ডিজাইনের উপর ভিত্তি করেই করা হয়েছে।