বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ডিআইআইটি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ডিআইআইটি
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) কর্তৃক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইমেইল এবং ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে। দক্ষিণ এশিয়ার পর্যটন উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রোগ্রামটি ২৬ জুন, ২০১৩ ডিআইআইটি মিলনায়তনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরীন আক্তার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মো: আবু বকর সিদ্দিক, ডিআইআইটির ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো: সামসুদ্দীন আহমাদ ও কনসালটেন্ট উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে ২০ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিটি ২৬ জুন-১০ জুলাই, ২০১৩ ইং পর্যন্ত চলবে।
-তানিম