বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ১,৮০০ বছরের প্রাচীন সড়কের সন্ধান!!!
১,৮০০ বছরের প্রাচীন সড়কের সন্ধান!!!
ইসরাইলের রাজধানী জেরুজালেমে আজ থেকে প্রায় ১,৮০০ বছর আগে নির্মিত রোমান সাম্রাজ্যের একটি প্রাচীন মহাসড়কের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। দ্য ইসরাইলি অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ) বলেছে, উত্তর জেরুজালেমে ফিলিস্তিন-সংলগ্ন বেইত হানিনা এলাকায় সড়কটির সন্ধান পাওয়া গেছে। আইএএ জানিয়েছে, সড়কটির প্রস্থ ৮ মিটার। খননকাজ পরিচালনাকারী প্রধান ডেভিড ইয়েজের বলেন, প্রথমবারের মতো আমরা জেরুজালেমে অবস্থিত সড়কটির সুন্দরভাবে সংরক্ষিত কোন অংশের খোঁজ পেয়েছি। রোমান শাসনামলে উপকূলীয় সমতলভূমি থেকে জেরুজালেমে যাওয়ার জন্য সড়কের যে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল, নতুন আবিষ্কৃত এ সড়কটি তারই অংশ। এটা জাফা থেকে জেরুজালেমের যাওয়ার সড়ক। বিশাল একেকটি পাথর আরেকটি পাথরের সঙ্গে সংযুক্ত করে মসৃণ হাঁটার পথ তৈরি করা হয়েছে। কয়েকটি পাথরের এখন করুণ দশা। সড়কটি যে খুব বেশি ব্যবহৃত হতো ও বছরঘুরে নিয়মিত মেরামত বা রক্ষণাবেক্ষণ করা হতো, এটা তারই প্রমাণ বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ইয়েজের বলেন, সড়কগুলোর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সেনা ইউনিটসমূহের ওপর। তিনি বলেন, কর্তৃপক্ষের চাপানো বাধ্যতামূলক শ্রমের অংশ হিসেবে বেসামরিক মানুষও এ কাজে অংশ নিতো।