রবিবার ● ৩০ অক্টোবর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইসিটি বিকাশের বিস্ময়কর গতির সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে
আইসিটি বিকাশের বিস্ময়কর গতির সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে
“ড্যাফোডিল প্রি - এসিএম ইন্টার-ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট-২০১১” এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে- স্থপতি ইয়াফেস ওসমান
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদেরকে এ প্রযুক্তি আয়ত্বে আনতে হবে। তিনি ২৯শে অক্টোবর, ২০১১ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত “ড্যাফোডিল প্রি - এসিএম ইন্টার-ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট-২০১১” এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি সমগ্র বিশ্বে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তি আমাদের স্বপ্ন দেখাচ্ছে কাগজ বিহীন অফিসের। তিনি বলেন, তথ্য প্রযুক্তি আমাদের সংযুক্ত করেছে সারা বিশ্বের সাথে এবং উন্মোচিত করেছে সারা বিশ্বেও জ্ঞান বিজ্ঞানের ভান্ডার।
তিনি আরো বলেন, আইসিটি বিকাশের বিস্ময়কর গতির সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সরকার এ জন্য বহুমূখী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন, আইসিটিতে যদি আমাদেও বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে পারি তবে আমাদের বিপুল জনগোষ্ঠী জনসম্পদে পরিনত হবে। আর এ ক্ষেত্রে নতুন প্রজন্মের প্রোগ্রামাররাই পারবে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
দেশের তরুণ সম্ভাবনাময় প্রোগ্রামারদেরকে আন্তজার্তিক মানের প্রতিযোগিতার উপযোগী করে তোলার লক্ষ্যে এবং দেশে দক্ষ কম্পিউটার প্রোগ্রামার তৈরীর বিষয়টিকে মাথায় রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করল “ড্যাফোডিল প্রি - এসিএম ইন্টার-ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট-২০১১”। এই প্রতিযোগীতা শনিবার ২৯শে অক্টোবর ২০১১ তারিখে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি জনাব আফতাব -উল- ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, ডিন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ, প্রধান বিচারক, অধ্যাপক আবুল লাইছ হক, সহ - প্রধান বিচারক প্রফেসর এম কায়কোবাদ, কনটেষ্ট ডিরেক্টর প্রফেসর ডঃ এম আকতার হোসেন। এর আগে সকাল ১০ টায় ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি আসিফ ইব্রাহিম প্রধান অতিথি হিসাবে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানার আপ হয় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ২য় রানার আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি। প্রতিযোগিতায় ৩৭ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪ টি দল অংশ গ্রহন করে।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১২ সালে ঢাকা রিজিওনাল এসিএম কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট এর পূর্ব প্রস্তুতি হিসাবে এ প্রতিযোগিতার আয়োজন করে ।