বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রোমিং সেবার জন্য ওরাকলের সেবা নিবে টেলেনর
রোমিং সেবার জন্য ওরাকলের সেবা নিবে টেলেনর
মোবাইল ডাটা সার্ভিস বেড়ে যাওয়ার কারণে আন্ত:অপারেটর ও আন্ত:দেশীয় কর বেড়েছে বহুগুণে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে রোমিং সেবা বৃদ্ধি ও ফোর জি সেবা প্রদানের লক্ষ্যে টেলেনর ওরাকলে সেবা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোমিং সেবা বৃদ্ধির লক্ষ্যে ওরাকলের টেকেলেক ডায়ামিটার সিগনালিং রাউটার বসাবে টেলেনর। এ সেবা গ্রহণের ফলে রোমিং সেবা, ভিওআইপি সেবা বৃদ্ধি ছাড়াও কোম্পানির রাজস্বের পরিমান বাড়বে বলে জানিয়েছে টেলেনর।
ওরাকলের এই সেবা গ্রহণের বিষয়ে টেলেনর গ্লোবাল সার্ভিসেস এর প্রধান নির্বাহী বির্জন ইভারসেন বলেন, “এলটিই এর মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা প্রদান সম্ভব। ভিডিও ও ভিওআইপির ব্যবহার বাড়াতে আন্ত:যোগ খুবই গুরুত্বপূর্ণ। ওরাকলের এই সেবা গ্রহনের ফলে আমাদের গ্রাহকদের আরো উন্নত রোমিং সেবা প্রদানে আমরা সক্ষম হবো।”
টেকেলেক এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডগ সুরিয়ানো বলেন, “ওরাকলের টেকেলেক ডায়ামিটার সিগনালিং রাউটার রোমিং সেবা প্রদানে অদ্বিতীয়। এই সেবা গ্রহনের ফলে টেলেনর এখন তাদের গ্রাহকদের পরবর্তী প্রজন্মের সেবা প্রদান করতে পারবে।”
-তানিম