মঙ্গলবার ● ২৫ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » বিশ্বের ক্ষুদ্রতম রেডিও নিয়ন্ত্রিত হেলিকপ্টার
বিশ্বের ক্ষুদ্রতম রেডিও নিয়ন্ত্রিত হেলিকপ্টার
বিশ্বের ক্ষুদ্রতম রেডিও নিয়ন্ত্রিত খেলনা হেলিকপ্টার সম্প্রতি তৈরি হয়েছে জাপানে। ক্ষুদ্রতম ওই খেলনা হেলিকপ্টারটি জাপানে শিশুদের জন্য এক খেলনা প্রদর্শণীতে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্কাই নিউজ।
জাপানের ওই প্রদর্শণীতে অনেক খেলনার ভিড়ে খেলনা হেলিকপ্টারটি ছিল প্রধান আকর্ষণ। দূর নিয়ন্ত্রিত হেলিকপ্টারটি আকারে বড় পোকামাকড়ের চেয়ে খানিকটা বড়।
এটির দৈর্ঘ্য ৬.৫ সেন্টিমিটার এবং ওজন ১১ গ্রাম। এই খেলনা হেলিকপ্টার পাঁচ মিটার এলাকার মধ্যে পাঁচ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। এর নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ১০ অথবা ২০ বছর আগে, খেলনা হেলিকপ্টারে বেশ অর্থ খরচ করতে হত। এখন সাধ্যের মধ্যেই শিশুদের স্বপ্নপূরণ করা যাবে।
এই খেলনা হেলিকপ্টারটি মূলত স্মার্টফোনের ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। আর এসব স্মার্টফোনের ডিভাইস বাজারে সহজলভ্য হওয়ায় এই হেলিকপ্টারটি সাশ্রয়ীমূল্যে বিক্রি করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি বিশ্বের ক্ষুদ্রতম রেডিও নিয়ন্ত্রিত হেলিকপ্টার।