মঙ্গলবার ● ২৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ট্রাক চাপায় একই পরিবারের চার জনসহ সাতজন নিহত
ট্রাক চাপায় একই পরিবারের চার জনসহ সাতজন নিহত
জেলার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানায় ট্রাক চাপায় একই পরিবারের চার জনসহ সাতজন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, সলঙ্গা থানার রাধানগর গ্রামের লাল চানের স্ত্রী শেফালী খাতুন (৩২), লালচানের ভাই উজ্জল মিয়া (২৮), উজ্জলের স্ত্রী লাকী খাতুন (২৪), উজ্জলের মেয়ে সুরাইয়া খাতুন (১১ মাস), মাসুয়াকান্দি গ্রামের শাহ আলমের ছেলে বাবু মিয়া (২৫), জঞ্জালী পাড়া গ্রামের সিদ্দিকের ছেলে আমিনুল ইসলাম (৪০) ও অটোরিকশা চালক দত্তকুষা গ্রামের করপ আলীর ছেলে রিপন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া একটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় পৌঁছরে বিপরিতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী শেফালী বেগম, উজ্জল মিয়া, লাকী খাতুন, শিশু সুরাইয়া খাতুন ও বাবু মিয়া নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও অটোরিকশা চালক রিপন নিহত হয়।
এদিকে, এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় জনতা ঘাতক ট্রাকে ভাঙচুর চালায়।এ সময় উত্তরবঙ্গে যাওয়ার পথে সড়ক অবরোধের কবলে পড়া ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান দুর্ঘটনাস্থলে একটি স্প্রিডব্রেকার নিমার্ণের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে আবারও যানচলাচল শুরু হয়।পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে।