রবিবার ● ৩০ অক্টোবর ২০১১
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » সটকার্ট Key Set করার নিয়ম
সটকার্ট Key Set করার নিয়ম
॥ মো.শফিকুর রহমান, রাঙামাটি থেকে ॥
Start Button এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Open > Programs (Win-XP এর ক্ষেত্রে) > এরপর যে প্রোগ্রামটির জন্য সটকার্ট কী সেট করতে চান সেটির উপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties Select করুন। প্রাপ্ত ডায়ালগ বক্সের Shortcut tab থেকে Shortcut Key বক্সে পছন্দনীয় যেকোন একটি অক্ষর টাইপ করে Apply > Ok করুন। পরবর্তীতে ঐ প্রোগ্রামটি চালু করতে হলে কী-বোর্ড হতে Ctrl+Alt+.. দেওয়া অক্ষরটি প্রেস করুন।