সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৫, ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » দেশে বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়- আসছে নতুন নীতিমালা
প্রথম পাতা » আলোচিত সংবাদ » দেশে বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়- আসছে নতুন নীতিমালা
৬৫৫ বার পঠিত
বুধবার ● ১৯ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়- আসছে নতুন নীতিমালা

দেশে বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়- আসছে নতুন নীতিমালাদেশে বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়। এজন্য বিশ্বের অন্যান্য দেশে তরঙ্গমূল্য নির্ধারণে যেসব পদ্ধতি রয়েছে, সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সে অনুযায়ী দেশেও তরঙ্গমূল্য নির্ধারণে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ চলছে। এমনই তথ্য পাওয়া গেল বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলে।

টেলিযোগাযোগসেবায় ব্যবহূত তরঙ্গের মূল্য নির্ধারণে নতুন নীতিমালা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিদ্যমান নীতিমালায় সব ধরনের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য তরঙ্গমূল্য নির্দিষ্ট না থাকায় নতুন এ নীতিমালা করা হচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের মাধ্যমে তরঙ্গমূল্য নির্ধারণে নীতিমালা করেছিল বিটিআরসি। এ প্রকল্প অনুযায়ী সেলফোন অপারেটর, ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটরদের তরঙ্গমূল্য নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য সেবার জন্য সুনির্দিষ্ট তরঙ্গমূল্য নির্ধারিত নেই নীতিমালায়। তাই এসব সেবার জন্য আলাদাভাবে তরঙ্গমূল্য নির্ধারণ করতে হচ্ছে।

এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তরঙ্গ সীমিত ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। বিদ্যমান তরঙ্গমূল্য নির্ধারণ পদ্ধতি আন্তর্জাতিক মানের নয়। এজন্য বিশ্বের অন্যান্য দেশে তরঙ্গমূল্য নির্ধারণে যেসব পদ্ধতি রয়েছে, সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সে অনুযায়ী দেশেও তরঙ্গমূল্য নির্ধারণে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ চলছে।

তরঙ্গমূল্য নির্ধারণে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সহযোগিতা চেয়েছে বিটিআরসি। আইটিইউর সুপারিশ অনুযায়ী জেফ লুথার নামে অস্ট্রেলীয় এক বিশেষজ্ঞকে এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়া হয়। প্রতিবেদন তৈরি করে এরই মধ্যে বিটিআরসিতে জমা দিয়েছেন তিনি।

‘বিটিআরসি যে পদ্ধতি অনুসরণ করে তরঙ্গমূল্য নির্ধারণ করছে, তার বেশকিছু ক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছেন জেফ লুথার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডে বরাদ্দ দেয়া তরঙ্গের ক্ষেত্রে ২০ মেগাহার্টজের জন্য বার্ষিক ২ কোটি ৩৮ লাখ টাকা হারে ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এ প্রতিবেদনে। বর্তমানে বিনামূল্যে এ তরঙ্গ বরাদ্দ পেয়েছে দেশের ১৭টি আইএসপি। এছাড়া ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গমূল্য ১৮০০ মেগাহার্টজের তুলনায় বাড়ানোর সুপারিশ করেছেন জেফ লুথার। আর সিটিজেন ব্যান্ড রেডিও ও আইএসএম ব্যান্ডের ওয়াকিটকির ক্ষেত্রে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি।

প্রতিবেদনের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে বিটিআরসির তরঙ্গ ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) বেশকিছু বিষয়ে সুপারিশ করেছে। আইএসপিদের জন্য ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডে মেগাহার্টজপ্রতি ১৭ লাখ ১০ হাজার এবং ৫ গিগাহার্টজ ব্যান্ডে মেগাহার্টজপ্রতি ১৪ লাখ ২০ হাজার টাকা তরঙ্গ বরাদ্দ ফি নির্ধারণের সুপারিশ করেছে এসএমসি। এছাড়া সব ধরনের মাইক্রোওয়েভ লিংকের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করে তরঙ্গমূল্য নির্ধারণের প্রস্তাব দিয়েছে কমিটি।

নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গেছে, জেফ লুথারের প্রতিবেদন ও এসএমসির সুপারিশ অনুযায়ী তরঙ্গমূল্য নির্ধারণে খসড়া নীতিমালা তৈরির কাজ চলছে। এর বিভিন্ন দিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নীতিমালার অনুমোদন দেবে কমিশন। -ববা



আর্কাইভ

দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০