শনিবার ● ১ অক্টোবর ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » ফুজিৎসু’র নতুন লাইফবুক
ফুজিৎসু’র নতুন লাইফবুক
বাজারে এলো ইন্টেল সেকেন্ড জেনারেশনের ফুজিৎসু লাইফবুক। ডুয়ালকোর ২.০ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ এলএইচ ৫৩১ লাইফবুকটিতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৩০০০, ৫০০জিবি হার্ডডিস্ক, ২জিবি ডিডিআর থ্রি র্যাম।
তুলনামূলক সাশ্রয়ী মূল্যের লাইফবুকটিতে আরো আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কাডর্, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে পানিরোধক কি-বোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট যার একটির মাধ্যমে বন্ধ অবস্থাতেই চার্জ দেয়া যায়।
এটি তুলনামূলক ভাবে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে নির্ভর লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সাড়ে চর ঘণ্টা পর্যন্ত। এতোসব সুবিধা থাকলেও লাইফবুকটির মূল্য মাত্র ৪০ হাজার ১৫০টাকা। ফুজিৎসু লাইফবুকের একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স প্রতিটি এলএইচ৫৩১ ডুয়ালকোর লাইফবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। বিস্তারিত জানতে যোগাযোগ - ০১৭৩০-৩৩৬৭৫১ ।