সোমবার ● ১৭ জুন ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » আউটসোর্সিংয়ে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিনামূল্যে কর্মশালা অনুষ্ঠিত
আউটসোর্সিংয়ে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিনামূল্যে কর্মশালা অনুষ্ঠিত
আউটসোর্সিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে শনিবার ঢাকায় হয়ে গেল বিশেষ সেমিনার। পলাশীর ফ্রেপড মিলনায়তনে ‘নারীদের জন্য ফ্রিল্যান্সিং’ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
এতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে আগ্রহী ১৫০ নারী অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।আউটসোর্সিংয়ে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিনামূল্যে এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
শনিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ের ফ্রেন্ডস মিলনায়তনে উক্ত কর্মশালায় আলোচনা করেন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্সার ও বাংলাদেশে মার্কেটপ্লেসের প্রতিনিধিরা।শুরুতে জনপ্রিয় মার্কেটপ্লেস ইল্যান্সের বাংলাদেশ প্রতিনিধি সাইদুর মামুন খান ফ্রিল্যান্সিংয়ে নারীদের সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারের ফ্রিল্যান্সারডটকমের বাংলাদেশ প্রতিনিধি নাবিলা খোরশেদ, ওডেস্কের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাসান সানি, এ বছর বেসিসের সেরা ফ্রিল্যান্সার পুরস্কার পাওয়া নারী ফ্রিল্যান্সার ইমরাজিনা খান, এনায়েত হোসেন রাজীব এবং বিডিওএসএনের যুগ্ম মহাসচিব জাবেদ মোর্শেদ চৌধুরী আলোচনায় অংশ নেন।
আগামী দিনে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। বিস্তারিত জানা যাবে www.facebook.com/BdOSN ঠিকানায়।