রবিবার ● ১৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল একদিন দেশের সেরা স্কুল হবে : সবুর খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল একদিন দেশের সেরা স্কুল হবে : সবুর খান
ডিআইইউ মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও রিপোর্ট কার্ড দিবস-২০১৩ পালিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহানা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট ও ড্যাফোডিল গ্র”পের চেয়ারম্যান মো: সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রাহিমা মির্জা রোজম্যারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থী “বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড-২০১৩” ও ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় সেরা নৈপূন্যের জন্য বিশেষ কৃতিত্বের পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল একদিন দেশের সেরা স্কুল হবে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত করে গড়ে তুলতে চাই। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-তানিম