রবিবার ● ১৬ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ব্রডব্যান্ড ইন্টারনেট নীতিমালা ঘোষণা আসছেঃ তথ্যমন্ত্রী
ব্রডব্যান্ড ইন্টারনেট নীতিমালা ঘোষণা আসছেঃ তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট, টেলিযোগাযোগ খাতের ট্যাক্স ও স্পেকট্রাম নীতিমালা করতে যাচ্ছে সরকার। টেলিযোগাযোগ খাতের উন্নয়নেই সরকার এ নীতিমালা তৈরি করবে।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘জাতীয় উন্নয়নের জন্য টেলিযোগাযোগ নীতিমালা’ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন এমপি।
হাসানুল হক ইনু বলেন, সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন করতে হবে। আর এ উন্নয়নের জন্য চাই সহায়ক নীতিমালা।
দিনব্যাপী এ সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সচিব নজরুল ইসলাম খান, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান প্রমুখ।
এতে মূল বিষয়ে ওপর প্রবন্ধ উপস্থাপন করেন আশিস নারায়ন।
সাহারা খাতুন বলেন, মোবাইল ফোন অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ খাতের উন্নয়নে সরকার ইতিবাচক সব পদক্ষেপ নিচ্ছে। বর্তমান সরকার ওয়াইম্যাক্স সেবা চালু করেছে, দেশে ল্যাপটপ তৈরি করছে এবং আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে।
সুনীল কান্তি বোস বলেন, বিশেষজ্ঞের অভাবে থ্রিজি নিলাম পিছিয়েছে বটে। তবে এবার বিশেষজ্ঞ না পেলেও সরকার থ্রিজি নিলাম পেছাবে না।তিনি বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। প্রতিটি বিষয়ে এর সঙ্গে জড়িত মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ করা হচ্ছে।