শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » রিমান্ডে বুয়েটের ১০ শিক্ষার্থী
রিমান্ডে বুয়েটের ১০ শিক্ষার্থী
উগ্রবাদী ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) ১০ শিক্ষার্থীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারীর একটি হোটেল থেকে এই ১০ ছাত্রকে আটক করা হয়।
তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন- জুলহাস বিশ্বাস (২৪), মো. ইদ্রিস (২২), মো. সুজাজিত হোসেন (২২), শহীদুল ইসলাম (২১), দেওয়ান কামরুল (২২), মো. জামিলুর ইসলাম (২৪), সামিউল শহীদ (২৩), নাইমুল আরিফ (২২), মজিবুল হোসেন (২৩) ও রবিউল ইসলাম (২৩)।
এরা সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা দেলোয়ার হোসেন।
এর আগে সকালে পুলিশ জানায়, ওয়ারীর ওই রেস্তোরাঁ থেকে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।