শনিবার ● ১৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ফলাফল বদলে দিতেই সেনা মোতায়েন করছে না সরকার : মওদুদ
ফলাফল বদলে দিতেই সেনা মোতায়েন করছে না সরকার : মওদুদ
ভোটের ফলাফল বদলে দেয়ার জন্য সিটি করপোরেশন নির্বাচনে সরকার সেনাবাহিনী মোতায়েন করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা-এ কথা উল্লেখ করে মওদুদ বলেন, আন্দোলনের অংশ হিসেবেই স্থানীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে ফলাফল যাই হোক না কেন এতে করে বিএনপির আন্দোলন আরো গতিশীল হবে।
বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আন্দোলনের অংশ হিসেবে স্থানীয়ভাবে সিটি নির্বাচনে অংশ নিলেও জাতীয় নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না। আর সে ধরনের নির্বাচন হতেও দেয়া হবে না।”
মওদুদ বলেন, “নির্বাচনে সেনা মোতায়েন করা হলে ভোট কারচুপি করা যাবে না বলেই সরকার সেনাবাহিনী মোতায়েন করছে না।”
সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটের ফলাফল সরকারের বিরুদ্ধে যাবে বলে মনে করেন তিনি।