বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » বাবুনগরীকে দেখতে এলেন আল্লামা আহমদ শফি
বাবুনগরীকে দেখতে এলেন আল্লামা আহমদ শফি
অসুস্থ জুনাইদ বাবুনগরীকে দেখতে এলেন আল্লামা আহমদ শফি। বুধবার সন্ধ্যা সাতটা ৫মিনিটে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর‘র সিসিইউতে চিকিৎসাধীন বাবুনগরীকে দেখতে যান তিনি।
এসময় আল্লামা শফীর ছেলে আনাছ মাদানি, আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জুনাইদ মাদানি শোয়াইব, আল্লামা শফির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শফি তার সঙ্গে ছিলেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে একটি মাইক্রোবাস করে রওয়ানা দেন আল্লামা শফি।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর হসপিটালে পৌছেন তিনি। ওই হাসপাতালের নবম তলায় মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে ৭টা পাঁচ মিনিটে তিনি সিসিইউতে প্রবেশ করেন।বাবুনগরীর শয্যা পাশে প্রায় ২০ মিনিট সময় কাটান আল্লামা শফি।ঢাকা অবরোধে ব্যাপক সহিংসতার পর গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জামিনে মুক্তির পর সোমবার রাতে চট্টগ্রাম ফিরে বেসরকারি হাসপাতাল সিএসসিআর‘এ ভর্তি হন ।
জামিনে মুক্তির পর বাবুনগরী ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।