বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » মেয়র প্রার্থীকে লক্ষ্য করে পুলিশের গুলি
মেয়র প্রার্থীকে লক্ষ্য করে পুলিশের গুলি
বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় কামালেরসমর্থক বিএনপি কর্মী হারুন আহত হয়েছেন। তবে পুলিশ গুলি ছোড়ার তথ্য স্বীকার করলেও আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।বুধবার সন্ধ্যার পর নগরীর বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির একাধিক নেতাকর্মী জানায়, সন্ধ্যার পর মহিলা দলের কর্মীরা বৈদ্যপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনস্থলে গিয়ে কয়েকজন নেতাকর্মীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল। দুই পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এ সময় হারুন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন।
আহত হারুনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।
এ সময় আহসান হাবিব কামাল জানান, তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিন্তু তার বদলে গুলিবিদ্ধ হয় হারুন নামের এক বিএনপি কর্মী।
কামাল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিশ্চিত পরাজয় জেনে বিজয় ছিনিয়ে নিতে সরকারি দল মরিয়া হয়ে উঠেছে। আর প্রশাসন তাদের পক্ষে কাজ করতে এ ঘটনা ঘটিয়েছে।”
এ বিষয়ে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামি ছিনিয়ে নিতে চাইলে পুলিশ গুলি চালায়।
পুলিশের দাবি, হিরনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ করছিলো কামালের নেতাকর্মীরা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে এ কাজে বাধা দিলে কয়েক শ’ নেতাকর্মী তাদের ওপর চড়াও হয়। পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। তবে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত তুলে ধরতে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।