বুধবার ● ১২ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বীমা দাবি পূরণ করলো রবি
বীমা দাবি পূরণ করলো রবি
গত ৯ই জুন, ২০১৩ তারিখে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তাদের ইন্স্যুরেন্স অংশীদার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সুইডেনের মিলভিক এজেন্টের সহযোগিতায় (বীমা) সম্প্রতি নিবন্ধিত রবি বীমা সেবা গ্রাহকের বীমা দাবি পূরণ করেছে ।রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউ. আই.সি) ফেনীতে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এম এনায়েত রহিম, ফেনী ডব্লিউআইসি কেন্দ্র ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার ডব্লিউআইসি কেন্দ্র ব্যবস্থাপক মোহাম্মদ নূর আলম ও চট্টগ্রাম-মিলভিক বাংলাদেশ লিমিটেডের বীমা সেবা অফিসার মোহাম্মদ মির্জা উপস্থিত ছিলেন।
রবি বীমা গ্রাহক বোরহান উদ্দিনের ছেলে বীমার নমিনি আজিম উদ্দিন বীমার ১৮,০০০ হাজার টাকা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ সাহায্য হিসেবে উল্লেখ করে রবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরের অধিবাসী মৃত বোরহান উদ্দিন গত বছরের ১৩ সেপ্টেম্বর মিলভিকের মাধ্যমে রবি বীমা গ্রাহক সেবার জন্য নিবন্ধিত হন।তিনি তাঁর বীমার উপকারভোগী হিসেবে ছেলে আজিম উদ্দিনকে নমিনী মনোনীত করেন। ৪ এপ্রিল বোরহান উদ্দিন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর ছেলে আজিম উদ্দিন হেল্প লাইনে কল করে বীমা দাবি করেন।
ফেনী ডব্লিউআইসি তাঁকে বীমা দাবির পুরো বিষয়টি ব্যাখা করে এবং ডব্লিউআইসি’র সহযোগিতায় তিনি বীমার নথিপত্র প্রস্তুত করেন। নথিপত্র জমা দেয়ার পর সেগুলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স যাচাই বাছাই করার পর তাঁকে বীমা দাবির ১৮,০০০ হাজার টাকা পরিশোধ করা হয়।
গত বছর রবি তার সকল প্রি-পেইড গ্রাহকের জন্য দেশে প্রথমবারের মতো ফ্রি- জীবন বীমার এই উদ্ভাবনী সেবা চালু করে। রবি প্রি পেইড গ্রাহকগণ *১২১৬* নাম্বারে ডায়াল করে এই বীমার জন্য নিবন্ধিত হতে পারেন। এই সেবার জন্য নিবন্ধিত ১৮ থেকে ৬০ বছর বয়সী সকল রবি প্রি-পেইড গ্রাহক প্রতি মাসে সর্বনিন্ম ২৫০ টাকা টক-টাইম ব্যবহারের উপর এই জীবন বীমা সুবিধা পাবেন।