মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » গণতান্ত্রিক পথেই নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক পথেই নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকবে এবং দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ যাবে না।মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওল্লিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আরও বলেন, “এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এবং তারা দৃঢ়ভাবে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। কাজেই আমি মনে করি না- কেউ জনগণের ইচ্ছার বাইরে যাবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের পথ অনুসরণ করে বাংলাদেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।”বর্তমান সরকারের আমলে সব নির্বাচনই অবাধ, মুক্ত ও নিরপেক্ষ পরিবেশে হয়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার আসন্ন সাধারণ নির্বাচনও একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ।বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান ও দুই দেশ পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
ডেনমার্কের রাষ্ট্রদূত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করেন। তিনি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন।তিনি জানান, তার দেশ বিদ্যুৎ ও জাহাজ তৈরিসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।পরে কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
বৈঠককালে শেখ হাসিনা বলেন, কাতারের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে বাংলাদেশ গুরুত্ব দেয় ও তা আরও সুদৃঢ় করার অপেক্ষায় রয়েছে।কাতারকে বিদ্যুৎ, বেসামরিক বিমান চলাচল, স্বাস্থ্যসেবা, পোশাক, ওষুধ ও রফতানিমুখী খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।