মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ‘গণহত্যা’র প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদসহ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার নয়াপল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি।
কিন্তু ডিএমপি কমিশনার সমাবেশের অনুমতি না দেওয়ায় মঙ্গলবার দুপুরে অনুমতির জন্য ডিএমপি কমিশনারের কাছে যান বিরোধী দলের ভারপ্রাপ্ত হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপির মহানগর সদস্য সচিব আব্দুস সালাম।নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না। যানজটের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।আব্দুস সালাম বলেন, “পল্টন ময়দান বা মুক্তাঙ্গণে সমাবেশ করার অনুমতি দিন।”
এর এক পর্যায়ে ডিএমপি কমিশনার বলেন, “চিন্তা-ভাবনা করে দেখি কি করা যায়। বিকেলের দিকে আপনাদের জানানো হবে।”বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে বিএনপিকে জানিয়ে দেন ডিএমপি কমিশনার।