মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জাতীয় নির্বাচনে ইভিএম নয়: ইসি
জাতীয় নির্বাচনে ইভিএম নয়: ইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জাবেদ আলী।
সোমবার সকালে আলমপুরে বিভাগীয় কমিশনারের কনফারেন্স হলে নির্বাচনকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।আসন্ন সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রস্তুতি আছে। পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। তবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।”
জাবেদ আলী বলেন, “সংসদ নির্বাচনের জন্যে যে আইন বা বিধি আছে তার মধ্যে ইভিএমের কথা নেই। সে কারণেই জাতীয় সংসদ নির্বাচন ইভিএম ব্যবহার করা হবে না।”তিনি বলেন, “যেসব কেন্দ্রকে ঝঁকিপূর্ণ বলা হচ্ছে, সেসব কেন্দ্রে আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হলে আর ঝুঁকিপূর্ণ থাকবে না।”অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার করা আইন-শৃংখলা বাহিনীর কাজ। এগুলো তারা করবে।”
তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী তথ্য গোপন করলে রেহাই নেই। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা নির্বাচনের আগেও হতে পারে, পরেও হতে পারে।”
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টরা।