মঙ্গলবার ● ১১ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » ‘এক্সপ্লোরার ডব্লিউ৭১’ নিয়ে আসছে সিম্ফনি
‘এক্সপ্লোরার ডব্লিউ৭১’ নিয়ে আসছে সিম্ফনি
গতসপ্তাহে সিম্ফনি বাজারে এনেছে বেশ ভাল মানের একটি এন্ট্রিলেভেল স্মার্টফোন ডব্লিউ৩৫। আর এবার সিম্ফনি ঘোষনা দিল নতুন একটি মিড রেঞ্জ স্মার্টফোনের। ৪.৫” স্ক্রিনের নতুন এই ডিভাইসটির মডেল ডব্লিউ৭১।সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৪.৫” টিএফটি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে (৪৮০x৮৫৪ পিক্সেল) এবং ১.২ গিগাহার্টজ ডুয়েল কোর কর্টেক্স এ৯ প্রসেসর। র্যাম আছে ৫১২ মেগাবাইট (ব্যাবহারযোগ্য ৪৭০ মেগাবাইট) এবং রম ৪ গিগাবাইট (ব্যাবহারযোগ্য ১০০৭ মেগাবাইট)। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য আছে SGX 531 জিপিইউ।
অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন চালিত ডিভাইসটিতে আরো আছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়েস সিম ডুয়েল স্ট্যান্ডবাই ডিভাইসটিতে রয়েছে ৩জি সুবিধাও। ব্যাটারি আছে ১৭০০ এমএএইচ ক্ষমতার। এছাড়া আরো আছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর এবং লাইট সেন্সর।
সিম্ফনি তাদের ওয়েবসাইটে ডিভাইসটির ঘোষনা দিলেও ডিভাইসটি কবে বাজারে আসবে বা মূল্য কেমন হবে সে সম্পর্কে কিছু জানায়নি। তবে মূল্য সম্পর্কে ধারনা করা যাচ্ছে ডিভাইসটির মূল্য ৯,০০০ টাকা থেকে ১১,০০০ টাকার মধ্যে নির্ধারন করা হবে।