সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » গুগল কিনে নিলো ওয়েজ কে
গুগল কিনে নিলো ওয়েজ কে
১৩০ কোটি মার্কিন ডলারে ইসরায়েলভিত্তিক জিপিএস মোবাইল নেভিগেশন অ্যাপ্লিকেশন ‘ওয়েজ’ কিনে নিয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল।
গুগলের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ জুন মঙ্গলবার গুগল ও ওয়েজ কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দীর্ঘদিন ধরেই গুগল কর্তৃপক্ষ তাদের ম্যাপ সেবায় বিশেষ ফিচার যুক্ত করতে ওয়েজ কিনতে পারে খবর রটেছিল। গতকাল মঙ্গলবার গুগল ও ওয়েজ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়েজ হচ্ছে বিশ্বব্যাপী গাড়ি চালকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এ অ্যাপ্লিকেশনটির সাহায্যে রাস্তায় পথ চিনে চলা ও ঘটনার আপডেট জানা সম্ভব হয়। বিশ্বে বর্তমানে ওয়েজ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটির বেশি। ২০০৮ সালে ওয়েজ প্রতিষ্ঠাতা করেন ইসরায়েলের সফটওয়্যার প্রকৌশলী এহুদ সাবতাই।
এর আগে প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে ওয়েজ কেনার বিষয়ে অ্যাপল, ফেসবুক ও গুগলের আগ্রহের খবর প্রকাশিত হয়েছিল।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরে প্রযুক্তি ক্ষেত্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোকে কিনে নেওয়ার দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা। এর আগে ১০০ কোটি মার্কিন ডলারে টাম্বলার কিনেছে ইয়াহু।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগল ম্যাপের সঙ্গে ওয়েজ যুক্ত করে উন্নত ম্যাপ ও যোগাযোগ সুবিধা আনতে পারে গুগল। পাশাপাশি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন হিসেবেও ওয়েজকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে গুগল।