সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » চোখে চশমা ছাড়াই ডিসপ্লে
চোখে চশমা ছাড়াই ডিসপ্লে
দক্ষিণ কোরিয়ার গবেষকেরা সম্প্রতি বিশেষ এক ধরনের ইলেকট্রনিক কন্টাক্ট লেন্স উদ্ভাবন করেছেন যা চোখে চশমা ছাড়াই ডিসপ্লে হিসেবে কাজ করবে।গবেষকেদের দাবি, গুগলের প্রযুক্তি চশমার বিকল্প হতে পারে ন্যানো-ওয়্যার ও গ্রাফিনি দিয়ে তৈরি বিশেষ এই কন্টাক্ট লেন্স। গুগলের প্রযুক্তি চশমার সাহায্যে ওয়েব ব্রাউজিং, সামাজিক যোগাযোগ ও ভিডিও দেখা যায়। শিগগিরই এ প্রযুক্তি চশমা বাজারে আনবে গুগল।
সম্প্রতি এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের গবেষকেরা মিলে এই কন্টাক্ট লেন্স ডিসপ্লে তৈরিতে কাজ করছেন।
গবেষকেরা জানিয়েছেন, নমনীয় এলইডি প্রযুক্তির সঙ্গে গ্রাফিনি ও ন্যানো-ওয়্যার যুক্ত করে বিশেষ কন্টাক্ট লেন্স উদ্ভাবনে কাজ করছেন তাঁরা। গবেষকেরা খরগোশের চোখে এ কন্টাক্ট লেন্স পরীক্ষা করে সফলতা পেয়েছেন।
ন্যানো লেটারস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা তাঁদের এ সফলতার কথা জানিয়েছেন।
গুগলের প্রযুক্তি চশমার বিকল্প হিসেবে মতোই কন্টাক্ট লেন্সকে বাজারে আনতে চান গবেষকেরা। প্রযুক্তিপণ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি চোখের সুরক্ষার নানা কাজে কাজে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাঁরা।