সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইসিটি অধিদপ্তরের যাত্রা শুরু
আইসিটি অধিদপ্তরের যাত্রা শুরু
বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয় থাকলেও এতদিন ছিল না এ সংশ্লিষ্ট কোন অধিদপ্তর। অবশেষে গতকাল রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বহুল প্রতীক্ষিত আইসিটি অধিদপ্তর এর যাত্রা শুরু হয়েছে। ৯ জুন রোববার সচিব কমিটির সভায় এ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সরকারের শেষ সময়ে নতুন অধিদপ্তরের যাত্রা শুরু হওয়াতে এখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
এ প্রসঙ্গে আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে, শুরুতে অধিদপ্তরের জনবলের সংখ্যা হবে ৬৯২ জন।এর মধ্যে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সিস্টেম ম্যানেজারসহ সদর দপ্তরে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭৬ জন।জেলা পর্যায়ে প্রোগ্রামার, মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ১৯২ জন এবং উপজেলা পর্যায়ে সহাকারী প্রোগ্রামার ও সহকারী মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ ৪২৪ জন।