সোমবার ● ১০ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শেষ হল জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল
শেষ হল জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল
জামায়াতের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে জেল-জরিমানার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। রোববার রাজধানীতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ হরতালের এ ডাক দেন।সোমবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে সংখ্যায় কম যানবাহন চলাচল করছে। জামায়াত-শিবির কর্মীরা কয়েক জায়গায় মিছিলের চেষ্টা করে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকেই রাজধানীতে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে রোববার সকালে ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে জেল-জরিমানার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আদেশে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার জরিমানা, অনাদায়ে আরো ২ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।আর জামায়াতের ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের পর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে একহাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে চার সিটি করপোরেশন হরতালের আওতামুক্ত রয়েছে।
এদিকে হরতাল ডাকার পরপরই রোববার রাজধানীর বিজয়নগরসহ কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে যানবাহনে ভাঙচুর করেছে জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীসহ এর আশপাশের এলাকায় বাস-সিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।