রবিবার ● ৯ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » শেষ হলো প্রযুক্তিপণ্য প্রদর্শনী “কম্পিউটেক্স তাইপে” ২০১৩
শেষ হলো প্রযুক্তিপণ্য প্রদর্শনী “কম্পিউটেক্স তাইপে” ২০১৩
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’ শুরু হয়েছিল গত ৪ জুন। তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত এবারের প্রদর্শনীর পর্দা নেমেছে শনিবার। এবারের প্রদর্শনীতে পরবর্তী প্রজন্মের হাইব্রিড ট্যাবলেট, ল্যাপটপসহ অত্যাধুনিক প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। এবার প্রায় ১৭০০ প্রতিষ্ঠান তাদের নিত্যনতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজনে দর্শনার্থী ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশসহ সারা বিশ্ব থেকেই এ আয়োজনে অংশ নিয়েছিল প্রযুক্তি প্রেমীরা। এ বছরের অনুষ্ঠানে এসেছে নতুন কিছু প্রযুক্তি পণ্য
বাংলাদেশ কম্পিউটার সমিতির ৩০ জন সদস্যের একটি প্রতিনিধিদল বিশ্বের অন্যতম প্রযুক্তি বান্ধব দেশ তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রদর্শনী ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে গত ২ জুন তাইওয়ানের উদ্দেশে যাত্রা করে। ওই প্রদর্শনী তাইওয়ানের তাইপে নগরীতে ৪-৮ জুন পর্যন্ত চলে। বিসিএস প্রতিনিধি দলের সদস্যরা ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান, বায়ারস নাইটস, বেস্ট চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, কম্পিউটেক্স তাইপে ফোরাম, প্রক্রিউরিমেন্ট মিটিং এবং মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, গ্রুপভিত্তিক, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় অংশগ্রহণ করে। এসবের মধ্য দিয়ে তারা তাইওয়ানের বিনিয়োগকারী শিল্পোদ্যোক্তা ও আইসিটি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ, আইসিটি শিল্প কারখানা স্থাপন এবং নতুন প্রযুক্তি পণ্যের ব্যবসার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের জন্য আহ্বান জানান। প্রতিনিধি দলটি সেখানে ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রচার-প্রচারণা চালিয়ে এ কর্মসূচিতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, তাইওয়ান এক্সটারন্যাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্র্যা) ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-তে বিসিএস প্রতিনিধি দলের অংশগ্রহণে সহায়তা প্রদান করেছে।