রবিবার ● ৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » শাহজালাল বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও মুদ্রাসহ একজন আটক
শাহজালাল বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও মুদ্রাসহ একজন আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি ওজনের ১৯৪টি স্বর্ণের চেইন ও বাংলাদেশি টাকায় বিশ লাখ টাকার বেশি মালয়েশিয়ান রিংগিত সহ গোলাম রব্বানী (৩৯) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা ২০মিনিটের দিকে তাকে আটক করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে রাত পৌনে ১১টার দিকে তিনি ঢাকা পৌঁছান।স্বর্ণের চেইনগুলোর বাজার মূল্য আনুমানিক ৩৮ লাখ টাকা।
জানা যায়, রব্বানী ইমিগ্রেশন ও কাস্টমস কাজ শেষ করার পর আগমনী এক নং ক্যানোপিতে পৌঁছলে তাকে গ্রেফতার করে আর্মড পুলিশ। তবে সঙ্গে থাকা অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সংঘবন্ধ অপরাধ দমন ইউনিট মামলার তদন্ত করবে।শুল্ক ফাঁকি দিয়ে প্রায়ই বিভিন্ন মূল্যবান পণ্য বাংলাদেশে নিয়ে আসতেন বলে জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান।