সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ৭ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ
৫৫৯ বার পঠিত
শুক্রবার ● ৭ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ

বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণমাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড গত ৩ জুন বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার হিসেবে সৈয়দ মোঃ কামাল এবং ব্যবসায় উন্নয়নের প্রধান হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেনের নাম ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্যবসায়িক প্রতিশ্রুতি পূরণ ও বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি স্থানীয় প্রতিনিধি অফিস স্থাপনের লক্ষ্যে মাস্টারকার্ড বছরের এই মাঝামাঝি সময়ে এসে তাঁদের নিয়োগ দিয়েছে।
এদেশে বিগত কয়েক বছর ধরে দ্রুত উন্নয়ন ও শিল্পায়নের একটি ভালো প্রবণতা লক্ষ্য করা গেছে এবং এর ওপর ভবিষ্যতেও আরো প্রবৃদ্ধি অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। সেজন্য এদেশের উন্নয়ন-প্রবৃদ্ধির সম্ভাবনায় অধিকতর ইলেক্ট্রনিক ব্যাংকিং ও পেমেন্ট বা অর্থ পরিশোধের ব্যবস্থা অপরিহার্য। সে আলোকেই মাস্টারকার্ড এখানে তার উপস্থিতি জোরদার করার পদক্ষেপ নিয়েছে।
১৬০ মিলিয়ন বা ১৬ কোটি মানুষ নিয়ে বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম জনবহুল দেশ, যেটি বিগত এক দশক ধরে বছরে প্রায় ৬% হারে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশ উন্নয়ন সম্ভাবনার দিক থেকে নেক্সট ইলেভেন এমার্জিং ইকনোমি বা পরবর্তী ১১টি উদীয়মান অর্থনীতি হিসেবে চিহ্নিত হয়েছে এবং চলতি ২১ শতকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর অন্যতম একটিতে পরিণত হওয়ার সম্ভাবনা জাগিয়েছে।
সৈয়দ কামালের কর্মস্থল হবে ঢাকা। তিনি মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান বিকাশ ভার্মার কাছে রিপোর্ট করবেন। তিনি বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের দায়িত্বে থাকবেন এবং অংশীদার আর্থিক প্রতিষ্ঠান, মার্চেণ্ট বা ব্যবসায়ী ও নিয়ন্ত্রকসংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন।
বর্তমানে মাইক্রো ফিন্যান্স সলিউশন্স বা ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবাদে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫৫ শতাংশ আর্থিক কার্যক্রমে অন্তর্ভুক্ত বলে বিবেচিত, আর মাত্র ১৬ শতাংশ মানুষ পরিপূর্ণ ব্যাংকিং সুবিধার আওতায় রয়েছে। এর মানে হলো, এদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪৫ শতাংশই এখনো পূর্ণ ব্যাংকিং সুবিধার বাইরে রয়েছেন। তাঁদের অনেকেই এথন মোবাইল ফোন ব্যাংকিংয়ে বা এম-কমার্সে জড়িত হচ্ছেন। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে যুব সম্প্রদায়, যাঁদের বয়স ২৩ বছরের মধ্যে।
মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রেসিডেন্ট ভিকি বিন্দ্রা বলেন, ‘‘বাংলাদেশের সামনে প্রবৃদ্ধি অর্জনের অমিত সম্ভাবনা রয়েছে। মাস্টারকার্ড সবসময়ই বিশ্বাস করে ইলেক্ট্রনিক পেমেন্ট বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থ পরিশোধের ব্যবস্থা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেজন্য আমাদের অংশীদার প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে এদেশের ইলেক্ট্রনিক পেমেন্ট বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থ পরিশোধ ব্যবস্থার উন্নয়নে আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছি। তাই আমরা বাজারের প্রতি আমাদের গভীর প্রতিশ্রুতি অনুযায়ী জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন একটি মার্কেটিং টিম বা বিপণন দলও নিয়োগ করেছি।’’
ভিকি বিন্দ্রা আরও বলেন, ‘‘বিশ্বব্যাপী ব্যাংকিং সুবিধাবঞ্চিত ২৫০ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাস্টারকার্ড যে উদ্যোগ নিয়েছে সে আলোকেই বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা হলো। অতি সম্প্রতি আমরা বাংলাদেশের নিকটতম এক প্রতিবেশি মিয়ানমারেও আমাদের কার্যক্রমের বিস্তার ঘটিয়েছি। দেশটির সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা এখন নিবিড়ভাবে কাজ করে চলেছি, যাতে সেখানে ইলেক্ট্রনিক পেমেন্ট বা স্বয়ংক্রিয় পরিশোধ পদ্ধতির উন্নয়ন ত্বরান্বিত হয়। মিয়ানমারের জনগণকে আর্থিক ব্যবস্থায় সম্পৃক্ত করা এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দেশটির নিবিড় সংযোগ ঘটানোর ক্ষেত্রে সহায়তা করতে এ ধরনের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’



প্রধান সংবাদ এর আরও খবর

শেষ হলো জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ হলো জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাঠাও এর বাংলা ফুড ফেস্ট পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাঠাও এর বাংলা ফুড ফেস্ট
বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
সফোস’র ২০২৫ সালের অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ সফোস’র ২০২৫ সালের অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ
শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫ শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জহরত আদিব চৌধুরী বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জহরত আদিব চৌধুরী
বিটিআরসিতে ইউনিভার্সেল একসেপ্টেন্স ডে-২০২৫ উদযাপিত: উন্মোচিত হলো .বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার বিটিআরসিতে ইউনিভার্সেল একসেপ্টেন্স ডে-২০২৫ উদযাপিত: উন্মোচিত হলো .বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫ প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি

আর্কাইভ

শেষ হলো জনসংযোগ কর্মকর্তাদের ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ
পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাঠাও এর বাংলা ফুড ফেস্ট
বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
সফোস’র ২০২৫ সালের অ্যাক্টিভ অ্যাডভারসারি রিপোর্ট প্রকাশ
শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেলেন জহরত আদিব চৌধুরী
বিটিআরসিতে ইউনিভার্সেল একসেপ্টেন্স ডে-২০২৫ উদযাপিত: উন্মোচিত হলো .বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার
চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি
প্রদান করা হলো ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স এওয়ার্ড ২০২৫
বাজারে লেক্সার এর নতুন ইন্টারনাল এসএসডি