বৃহস্পতিবার ● ৬ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » পিৎজা সরবরাহের জন্য চালকবিহীন বিমান বা ড্রোন
পিৎজা সরবরাহের জন্য চালকবিহীন বিমান বা ড্রোন
পিৎজার জন্য বিখ্যাত ‘ডোমিনোস’, পিৎজা সরবরাহের জন্য ব্যবহার করেছে চালকবিহীন বিমান বা ড্রোন। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টিই ছিল পরীক্ষামূলক। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভিডিওতে ‘ডোমিকপ্টার’ নামে একটি ড্রোন বিমানকে ডোমিনসের মোড়কজাত দুটি পিৎজা সরবরাহ করতে দেখা গেছে।তবে ডোমিনোস জানিয়েছে, খুব শীঘ্রই তারা ড্রোনের মাধ্যমে সরবরাহ শুরু করছে না। এতে আরও কিছুদিন সময় লাগবে। পদ্ধতিটি শুধু পরীক্ষামূলকভাবে একবার প্রয়োগ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক প্রয়োজনে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’-এর নিয়ামানুযায়ী মানুষবিহীন কোনো বিমান বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না।ছবি ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে ।