বৃহস্পতিবার ● ৬ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ
ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ
ব্যবসায়ী শামীম সরকার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ ঘটনাস্থলে গিয়ে শামীম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশের একটি কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এছাড়া হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে তারা। সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।