বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » আগামী ৩০ জুন পদ্মাসেতুর টেন্ডার , অ্যাপ্রোচ সড়ক নির্মাণে চুক্তি সই
আগামী ৩০ জুন পদ্মাসেতুর টেন্ডার , অ্যাপ্রোচ সড়ক নির্মাণে চুক্তি সই
আগামী ৩০ জুন পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের (মূলসেতু) ৯ হাজার ১৭২ কোটি টাকার দরপত্র (টেন্ডার) আহবান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার দুপুরে রাজধানীর সেতুভবনে পদ্মা সেতু প্রকল্পের জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ শুরুর লক্ষ্যে চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘এ তারিখের দু`একদিন আগেও টেন্ডার হয়ে যেতে পারে”।আসন্ন অর্থ বছরে পদ্মাসেতুর জন্য ৬ হাজার ৮ শত ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘এ ব্যাপারে আগামীকাল (বৃহস্পতিবার) বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বিস্তারিত জানাবেন।”
ওবায়দুল কাদের বলেন, ‘‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু, নদী শাসন কাজ, অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিজ এর বিস্তারিত নকশা এরই মধ্যে সম্পন্ন হয়েছে।”পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুম-দখল, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ প্রায় শেষের দিকে বলে বলে মন্ত্রী জানান।
এ দিকে জাজিরা প্রান্তে এপ্রোচ সড়ক নির্মাণকাজ সম্পর্কে মন্ত্রী জানান, জাজিরা সড়ক ও সংযুক্ত অবকাঠামো নির্মাণ বিষয়ক এ চুক্তির মূল্য এক হাজার ৯৭ কোটি টাকা। চুক্তির মেয়াদ ৩৬ মাস। রাস্তার দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার, ৫টি অ্যাপ্রোচ সেতু, বক্স কালভার্ট ১৯টি, আন্ডার পাস হবে ৮টি।পদ্মা বহুমূখীর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ও এএমএল-এইচসিএম,জিবি’র প্রতিনিধি আবিদ হাবিব চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।