বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » দীপুমনি এবং হাসান মাহমুদের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শামসুজ্জামান দুদু।
দীপুমনি এবং হাসান মাহমুদের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শামসুজ্জামান দুদু।
বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি এবং বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি তারেক রহমান সম্পর্কে যে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন, তা তার পদ থেকে শোভা পায় না। মন্ত্রী হিসেবে তার বক্তব্যে আরও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন।এছাড়া তারেক রহমান একজন রাজনীতিবিদ এবং তিনি জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলার জন্য মন্ত্রীদের প্রতি আহবান জানান দুদু।
এছাড়া আওয়ামী লীগের নেতা-নেত্রীদেরও তারেক রহমান সম্পর্কে সংযতভাবে কথা বলার আহবান জানান। তিনি বলেন, “এখনও সময় আছে সংযতভাবে কথা বলুন। তা না হলে আপনাদের এর সমুচিত জবাব দেয়া হবে।”
এছাড়া সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তার উচিত ছিলো এ ধরণের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।সংবাদ সম্মেলনে এ সময় শামসুজ্জামান দুদুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।