বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব
আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের প্রযুক্তি উৎসব। ‘ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ নামের এ আয়োজনে নানা বিষয় জানাতে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান আজম শফিউল আলম ভূঁইয়া, আইআইটি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাইমিন-আস-সাকিবসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে শীর্ষস্থানীয় ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নিচ্ছে। টিএসসি চত্বরে আয়োজিত উৎসবে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন। থাকছে একটি গেমিং জোন।
-তানিম