বুধবার ● ৫ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১২ জুন বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান
১২ জুন বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান
এছাড়াও বিটিআরসিতে প্রস্তাবের জন্য গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে নেটিজেনদের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করেছে তথ্যপ্রযুক্তি আন্দোলন। তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজ ও ইভেন্টের মাধ্যমে সবার কাছ থেকে প্রস্তাব নেয়া হচ্ছে।এ বিষয়ে ৫ জুন বিকেলে শাহবাগ চত্বরে আয়োজ করা হয়েছে ‘উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা’। সভায় উপস্থিত হয়ে যে কেউ ইন্টারনেট গ্রাহক ও সর্বস্তরের নাগরিক গ্রাহক পর্যায়ের ইন্টারনেটের মূল্যহার প্রস্তাব করতে পারবেন বলে জানিয়েছেন আন্দোলন সমন্বয়ক জুলীয়াস চৌধুরী।
এদিকে শাহবাগে সাধারণ সভা ডাকার পর পরই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে বিটিআরসি। বিটিআরসি থেকে ফোন করে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
-তানিম