মঙ্গলবার ● ৪ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » নতুন ট্যাবলেট পিসি নিয়ে এলো এসার
নতুন ট্যাবলেট পিসি নিয়ে এলো এসার
আইকোনিয়া W3, ৮.১ ইঞ্চি উইন্ডোজ ট্যাবলেট।
ট্যাবটিতে রয়েছে এলইডি ব্যাকলিট ডিসপ্লে এবং রেজ্যুলিউশন ১২৮০x৮০০ পিক্সেল, ইন্টেল অ্যাটম প্রসেসর, সামনে ও পেছনে দুটো ২ মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৩২ গিগাবাইট অথবা ৬৪ গিগাবাইট মেমরি। এতে আরও রয়েছে বিল্ট ইন মাইক্রো এইচডিএমআই পোর্ট এবং ৮ ঘন্টা ব্যাটারী ব্যাকআপ।
এই আকৃতির এটিই সর্বপ্রথম উইন্ডোজ ৮ ট্যাবলেট, এবং এটিতে মাইক্রোসফট অফিস প্রি-ইনস্টলড অবস্থায় থাকে যা শিক্ষানবিশদের জন্য হতে পারে ভাল একটি অপশন। এই দাবী করেছে এসার।
৩২ গিগাবাইট মেমরি সহকারে ট্যাবটির দাম পড়বে ৪২৮ ডলার যেখানে ৬৪ গিগাবাইট মেমরি সম্পন্ন ট্যাবের দাম পড়বে ৪৯২ ডলার। এই জুন মাসেই বাজারে পাওয়া যাবে।
-তানিম