রবিবার ● ২ জুন ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্যামসাং ট্যাবের জন্য ইন্টেলের চিপ
স্যামসাং ট্যাবের জন্য ইন্টেলের চিপ
শেষ পর্যন্ত ইন্টেলের ক্লোভার ট্রেইল+ চিপ ব্যবহার করতে রাজি হয়েছে বিশ্বের অন্যতম ট্যাবলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। রয়টার্স সূ্ত্রে জানা গেছে, পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি ট্যাবলেটগুলোর অন্তত একটিতে স্যামসাং ইন্টেলের এই মোবাইল চিপ ব্যবহার করবে। তবে এই বিষয়ে কঠিন গোপনীয়তা পালন করা হচ্ছে। সেকারণে এই নতুন ট্যাবগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন জানা যায়নি।
এতোদিন স্যামসাং লন্ডন ভিত্তিক আর্ম হোল্ডিং-এর মোবাইল চিপ ব্যবহার করতো; এবং ইন্টেল মোবাইল মার্কেটে তেমন কোনও শেয়ার পায়নি। স্মার্টফোন এবং ট্যাবলেটের বাজার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ইন্টেল আশংকাজনকভাবে বাজার হারাতে বসেছিল। নতুন এই চুক্তির ফলে অ্যানড্রয়েড ভিত্তিক ডিভাইসগুলোতে ইন্টেলের অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে।বিগত এক দশক ধরে ইন্টেল পিসি বাজারে ব্যাপক ধ্বসের শিকার হয়। এবং অ্যাপল যখন ২০০৭ সালে আইফোন এবং ২০১০ সালে ট্যাবলেট বাজারে আনে, তখনও ইন্টেল মোবাইল বাজার থেকে অনেক পিছনে। তারা এই ক্ষেত্রে বিনিয়োগ করতে দেরি করে ফেলে। এখন সেই পিছিয়ে থাকা অবস্থাকে কাটিয়ে উঠতে মরিয়ে হয়ে গেছে ইন্টেল।
তানিম