শনিবার ● ১ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » কারাগারে ঠোঙা বানাবেন সঞ্জয় দত্ত
কারাগারে ঠোঙা বানাবেন সঞ্জয় দত্ত
কারাদণ্ডপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে ভারতের জারাওয়াদা কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। এখানেই তাকে আগামী সাড়ে তিনবছর কাটাতে হবে।কারাগারের অন্য আরো আট-দশজন বন্দির মতো তাকেও কারাগারের নিয়ম-নীতি মেনে চলতে হবে। ইতোমধ্যে, সঞ্জয়ের করণীয় সম্পর্কে কারা কর্মকর্তারা তাকে অবহিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়, সঞ্জয়কে কারাগারে কাগজের ঠোঙা তৈরি করতে হবে। এজন্য খুব শিগগিরই তাকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। আর ঠোঙা বানানো বাবদ প্রতিদিন ২৫ রুপি পাবেন সঞ্জয় দত্ত।
তবে কাজে দক্ষতা দেখাতে পারলে টাকার পরিমাণ আরো বাড়তে পারে।
এ বিষয়ে এক জেল কর্মকর্তা জানান, সঞ্জয়কে উচ্চ মানসম্পন্ন ৬-৮ কে.জি. ভার বহনে সক্ষম ব্যাগ কাগজের ব্যাগ তৈরি করতে হবে। ক্রমশ ভারতের বাজারে প্লাস্টিকের ব্যাগের জায়গা দখল করে নিচ্ছে কাগজের ব্যাগ।
কারা কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার খাতিরে সঞ্জয়কে কারাগার এ ধরনের অভ্যন্তরীণ কাজ করতে দেওয়া হয়েছে। তবে সেখানেও তাকে সর্বোচ্চ নজরদারিতে রাখা হবে।
যদিও সঞ্জয় কারাগারে সুস্থ থাকার জন্য অনেক কাজ করতে চেয়েছেন। কিন্তু, নিরাপত্তার জন্য তাকে সব ধরনের কাজ করতে দেওয়া হচ্ছে না।
এর আগের মেয়াদে সঞ্জয় যখন দেড় বছর কারাগারে ছিলেন, তখন তাকে বেতের চেয়ার বানাতে হয়েছিল।