মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নরটনের সাথে ব্যাকপ্যাক ফ্রি
নরটনের সাথে ব্যাকপ্যাক ফ্রি
প্রতিটি নরটন ইন্টারনেট সিকিউরিটি এন্টিভাইরাসের সাথে ব্যাকপ্যাক ফ্রি দেয়ার ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স। সোমবার কম্পিউটার সোর্স প্রধান কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক এইউ খান জুয়েল এ ঘোষণা দেন।
তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথে কম্পিউটার নিরাপত্তার ঝুঁকি বেড়েছে। বেড়েছে ফিসিং মেইল হুমকি। অনাকাংকিত মেইলের মাধ্যমে পিসি হ্যাং করা থেকে শুরু করে এসব ভাইরাস লোপাট করেছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য। পিসি ব্যাবহারকারীদের এরূপ সমস্যা থেকে নিস্তার দিতে এন্টিভাইরাস হিসেবে নরটন এন্টিভাইরাস- এর সাফল্য রয়েছে। তবে ব্যবহারকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে প্রণোদিত করতে এখন থেকে প্রতিটি নরটন এন্টিভাইরাসের সাথে ব্যাকপ্যাক ফ্রি দেয়া হবে। এ অফঅর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এসময় কম্পিউটার সোর্স এর বিপনন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, নরটন পণ্য ব্যাবস্থাপক সজল চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নরটন ইন্টারনেট ও পিসি সিকিউরিটির জন্য মোট পাঁচাটি পণ্য সরবরাহ করছে। এদের মধ্যে নরটন এন্টিভাইরাস ৭০০টাকা, ইন্টারনেট সিকিউরিটি সিঙ্গেল ইউজারের দাম ১১শ’ টাকা, থ্র্ িইউজার ২১শ’ টাকা। এছাড়া নরটন৩৬০ সিঙ্গেল উইজার এর দাম ১৫শ’ এবং থ্রি ইউজারের দাম তিন হাজার ৫০০ টাকা।