শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » আসছে মিনি গ্যালাক্সি এস৪
আসছে মিনি গ্যালাক্সি এস৪
গ্যালাক্সি ফ্ল্যাগশিপ সিরিজের গ্যালাক্সি এস৪ দিয়ে বাজার মাত করেছে স্যামসাং। তবে বাজারে এখন ছোট আকারের ফোনের রয়েছে চাহিদা। দীর্ঘদিন ধরেই আইফোনের ক্ষুদ্র সংস্করণ বাজারে আসার গুজব চালু রয়েছে। ইতোমধ্যেই অ্যাপল’র পক্ষ থেকেও আকারে ছোট এবং কমদামী আইফোন বাজারে আনার বিষয়ে ইতিবাচক ঘোষণা দেওয়া হয়েছে। এবারে স্যামসাংও তাদের গ্যালাক্সি এস৪-এর ক্ষুদ্র সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর ডিসপ্লে’র আকার হবে ৪.৩ ইঞ্চি। তবে আকারে ছোট হলেও এর রেজ্যুলেশন খুব একটা কম হবে না। এর রেজ্যুলেশন হবে ৯৬০ পিক্সেল বাই ৫৪০ পিক্সেল। এর প্রসেসর হিসেবে এতে থাকছে ১.৭ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসর। এর সাথে এতে র্যাাম থাকছে ১.৫ গিগাবাইট এবং বিল্ট-ইন স্টোরেজ থাকছে ৮ গিগাবাইট। এতে থাকছে ৮ মেগাপিক্সেল রেজ্যুলেশনের ক্যামেরা।
গ্যালাক্সি এস৩-এর মিনি সংস্করণের চেয়ে অনেক বেশি গতিশীল হবে এই স্মার্টফোন। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড ৪.২.২। পাশাপাশি গ্যালাক্সি এস৪-এর এস-হেলথ অ্যাপ কিংবা অন্যান্য সুবিধাও থাকবে এতে। টিভি, সেট-টপ বক্স কিংবা ডিভিডি প্লেয়ারও নিয়ন্ত্রণ করা যাবে এই ফোনের মাধ্যমে। এর মূল্য অবশ্য জানায়নি স্যামসাং। সার্বিকভাবে গ্যালাক্সি এস৪ মিনি এর মূল সংস্করণের মতোই জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে স্যামসাং।