শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » আগামী বছর আরও কমবে পিসির বিক্রি
আগামী বছর আরও কমবে পিসির বিক্রি
ব্যক্তিগত কম্পিউটার বা পিসি কম্পিউটারের বিক্রি বিশ্বজুড়েই কমছে। গবেষকেদের ভাষ্য আগামী বছর পিসির বিক্রি আরও কমবে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেদের বরাতে পিসিম্যাগ ওয়েবসাইট জানিয়েছে, চলতি বছরে পিসি বিক্রি সাত দশমিক আট শতাংশ কমে যেতে পারে। এ বছর শুধু ল্যাপটপ বিক্রির হিসাব ধরলে ল্যাপটপ বিক্রিকে ছাড়িয়ে গেছে ট্যাবলেট কম্পিউটার বিক্রি।
আইডিসির গবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, ২০১৫ সাল নাগাদ শুধু ল্যাপটপ নয় ব্যক্তিগত কম্পিউটার বিক্রির মোট সংখ্যাকেই ছাড়িয়ে যাবে ট্যাবলেট কম্পিউটার। এর আগে গবেষকেরা চলতি বছরের পূর্বাভাসে জানিয়েছিলেন, এক দশমিক তিন শতাংশ পর্যন্ত কম্পিউটার বিক্রি কমতে পারে। তবে ২৮ মে প্রতিষ্ঠানটির গবেষকেরা জানান, ট্যাবলেটের জনপ্রিয়তার কারণেই ল্যাপটপ ও ডেস্কটপ বিক্রি আরও কমে যাচ্ছে।
গবেষকেরা জানিয়েছেন, চলতি বছর গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর সাশ্রয়ী ট্যাবলেট ৫৮ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়বে আর ট্যাবলেটের গড় দাম ১০ দশমিক ৮ শতাংশ কমে ৩৮১ মার্কিন ডলারে এসে দাঁডাবে।
আইডিসির গবেষকেরা আরও জানিয়েছেন, ২০১০ সালে আইপ্যাড বাজারে আসার পর থেকেই এইচপি, মাইক্রোসফট, ইন্টেলের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বাজারে সংগ্রাম করতে হচ্ছে। আর এর কারণ হচ্ছে ট্যাবলেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। ২০১৪ সালেও ব্যক্তিগত কম্পিউটার বিক্রির হার কমতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন গবেষকেরা।