শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘ক্যাসপরস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’-এর সর্বোচ্চ পুরস্কারলাভ
‘ক্যাসপরস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’-এর সর্বোচ্চ পুরস্কারলাভ
সম্প্রতি ২০১৩ সালের প্রথম কোয়ার্টারের জন্য বিভিন্ন সিকিউরিটি সফ্টওয়্যারের উপর ডেনিস টেকনোলজি ল্যাবস কর্তৃক পরিচালিত এক পরীক্ষায় ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’ সর্ব্বোচ্চ পুরস্কারলাভ করেছে। উক্ত পরীক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত ৯টি সিকিউরিটি সফ্টওয়্যার অংশগ্রহণ করে- যেসবের মধ্যে মাত্র ৩টি সফ্টওয়্যারকে সর্ব্বোচ্চ এএএ গ্রেড প্রদান করা হয়। আবার সব ধরনের হুমকি মোকাবিলার ক্ষেত্রে ৯৮% কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বিধায় সর্ব্বোচ্চ গ্রেডপ্রাপ্ত তিনটি সফ্টওয়্যারের মধ্যে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২১০৩’ শীর্ষস্থান দখল করে।
কেবলমাত্র এবারই ডেনিস টেকনোলজি ল্যাবস প্রথম ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিকে পুরস্কৃত করেছে তা নয়, গত বছর (২০১২) অক্টোবর মাসে উক্ত সফ্টওয়্যারের পূর্ববর্তী সংস্করণকেও তারা সেরা হিসেবে ঘোষণা করেছিল।
তাছাড়া বিগত মার্চ মাসে অপর একটি নামকরা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান- এভি-কমপ্যারেটিভসও ডেনিস টেকনোলজি ল্যাবস-এর অনুরূপ পরীক্ষা- “রিয়াল-ওয়ার্ল্ড প্রটেকশন টেস্ট”-এর মাধ্যমে ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’-এর ভূয়সী প্রশংসা করে। এভি-কমপ্যারেটিভস-এর এপ্রিল (২০১৩) মাসের পরীক্ষার ফলাফলও প্রায় একই। উপরন্তু সুপরিচিত টেস্টিং সংস্থাসমূহ, যথা- এভি-টেস্ট.অরগ, ম্যাট্যুসেক.কম এবং অন্যান্যরাও ‘ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’র উচ্চকিত প্রশংসা করেছে।