সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » মোবাইল গ্রাহক ১০ কোটি ছাড়াল
প্রথম পাতা » আলোচিত সংবাদ » মোবাইল গ্রাহক ১০ কোটি ছাড়াল
৬৯০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইল গ্রাহক ১০ কোটি ছাড়াল

মোবাইল গ্রাহক ১০ কোটি ছাড়ালদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। গত এপ্রিল মাসের হিসাব শেষে দেখা গেছে, দেশে সক্রিয় মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে প্রায় ১১ কোটি ছুঁইছুঁই করছে। ২০০৭ সালের জুলাইয়ে তিন কোটি গ্রাহক থেকে বেড়ে গত এপ্রিলে মাত্র সাত বছরে বাংলাদেশে এখন মোবাইল ফোনের গ্রাহক ১০ কোটির বেশি।
১০ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার সক্রিয় (অ্যাক্টিভ সিম) গ্রাহক বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্বের ১২তম শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহকের দেশ। বাংলাদেশ ছাড়া বিশ্বের আর মাত্র ১১টি দেশে শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহক রয়েছে। মাত্র ১১টি দেশ চীন (একমাত্র বিলিয়ন গ্রাহক), ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়ায় শত মিলিয়ন সক্রিয় মোবাইল ফোন গ্রাহক রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) এক পদস্থ কর্মকর্তা জানান, মার্চ পর্যন্ত দেশের সক্রিয় মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৯ কোটি ৯৮ লাখ ৭১ হাজার। তাই শত মিলিয়ন গ্রাহকের গৌরবের জন্য এপ্রিল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশ শত মিলিয়ন গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করে।
টেলিকম শিল্প-সংশ্লিষ্টরা বলেন, প্রায় ১০ কোটি ৭৬ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক এই শিল্পের জন্য একটি বড় অর্জন। ১৬ কোটি মানুষের দেশের প্রায় ৭৬ ভাগ মোবাইল নেটওয়ার্কে আছে। এর ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে। সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও মোবাইল খাতের ক্রমবর্ধমান উন্নতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নানা প্রতিকূলতার মধ্যেও এই শিল্পের এগিয়ে যাওয়া খুবই ভালো লক্ষণ।
এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ২ হাজার। ২ কোটি ৬৩ লাখ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক, ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার গ্রাহক নিয়ে তৃতীয় স্থানে আছে রবি। চতুর্থ অবস্থানে রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটক। একমাত্র থ্রিজি সুবিধা দেওয়ার ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটরের গ্রাহক সংখ্যা দ্রুত বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অপরদিকে পাঁচটি অপারেটরের গ্রাহক সংখ্যা বাড়লেও মার্চের তুলনায় এপ্রিলে ২৬ হাজার গ্রাহক কমেছে দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের। এপ্রিল শেষে সিটিসেলের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ২৫ হাজারে।



আর্কাইভ

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ