বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএসআইসিটিওয়ার্ল্ড ওয়েব ফেয়ার ২০১২ এর পুরষ্কার বিতরণ
বিসিএসআইসিটিওয়ার্ল্ড ওয়েব ফেয়ার ২০১২ এর পুরষ্কার বিতরণ
২৫-২৯ ডিসেম্বর ২০১২ সময়কালে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত দেশের বৃহত্তম কম্পিউটার মেলার ওয়েব সংষ্করণ ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ওয়েব ফেয়ার ২০১২’-এর পুরষ্কার গত ২৭ মে ২০১৩ বিকাল ৪ টায় বিসিএস সচিবালয়ের হলরুমে বিজয়ীদের কাছে হস্তান্তর করা হয়। পুরষ্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: মঈনুল ইসলাম এবং সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, মো: ফয়েজউল্যাহ্ খান ও এ. টি. শফিক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিজয়ীদের পক্ষ থেকে ওয়্বে ফেয়ারের অভিজ্ঞতা তুলে ধরেন পুরষ্কার বিজয়ী তানভীর কোরায়শী, মো: মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। তারা বিসিএসকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ওয়েব ফেয়ারকে ভবিষ্যতে আরও বেশী অংশগ্রহণমূলক করতে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বিসিএস’র পক্ষে পরিচালক মোস্তাফা জব্বার এবং মো: ফয়েজউল্যাহ খান প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে বিসিএসর ভূমিকার আলোকপাত করেন। এছাড়াও দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিতে দেশের তরুণদের প্রশিক্ষিত করতে বিসিএস’র নানা উদ্যোগের কথাও তুলে ধরেন। বিসিএস’র ভারপ্রাপ্ত সভাপতি মো: মঈনুল ইসলাম পুরষ্কার বিজয়ীদের স্বাগত জানিয়ে বলেন এই আয়োজনটি আরও অনেক আগে হওয়ার কথা ছিলো, কিন্তু দেশের পরিস্থিতি এবং বিসিএস’র নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি বিধায় আমরা দু:খ প্রকাশ করছি। অনুষ্ঠানে শতাধিক পুরষ্কার বিজয়ীর হাতে মোবাইল ফোন, ঝুম ইন্টারনেট সংযোগসহ ১০০ টি তথ্যপ্রযুক্তি পণ্য পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।