বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিটিওদের সাথে এপনিকের মত বিনিময়
সিটিওদের সাথে এপনিকের মত বিনিময়
সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের (সিটিও) সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)।
মতবিনিময় সভায় এপনিকের পক্ষে উপস্থিত ছিলেন, সিনিয়র কমিউনিটি এনগেইজমেন্ট স্পেশালিস্ট শ্রীনিভাস চেন্ডী ও সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান)। এ সময় জানানো হয়, এপনিক মূলত এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি (আরআইআর),যা এই রিজিওনের আইপি এড্রেস বরাদ্ধের কাজ করে। এছাড়া হুইজ ডাটাবেইস ও রিভার্স ডিএনএস ডেলিগেশনের বিষয়ও দেখভাল করেন এপনিক। এপনিক ছাড়াও পৃথিবীব্যাপি আরো চারটি আরআইআর আছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা এখন প্রায় ৩ হাজার ৭০০, এর মধ্যে বাংলাদেশের ১৬০টি প্রতিষ্ঠান আছে। অনুষ্ঠানে জানানো হয়, এপনিক মূলত সদস্য ভিত্তিক সংগঠন। এ সময় এপনিকের প্রতিনিধিবৃন্দ এপনিকের পলিসি, সদস্য হওয়ার নিয়মাবলী এবং সদসস্যদের সুবিধা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিটিও ছাড়াও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।