শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসি ব্যবসা বন্ধ করবে না এইচপি
পিসি ব্যবসা বন্ধ করবে না এইচপি
পিসি ব্যবসা বন্ধ করবে না হিউল্যাট-প্যাকার্ড (এইচপি)। সম্প্রতি এইচপিতে যোগ দেয়া নতুন প্রধান নির্বাহী মেগ হুইটম্যান এ তথ্য জানিয়েছেন। এর আগের এইচপির প্রধান নির্বাহী লিও অ্যাপোথেকার পিসি ব্যবসা বন্ধের ঘোষনা দিয়েছিলেন। এক মাস হলো লিও অ্যাপোথেকারের স্থলাভিষিক্ত হলেন হুইটম্যান। এর আগে এইচপির পিসি ব্যবসা বন্ধ করার ব্যাপারে নানা ধরনের আলোচনা হয়। বিস্তর গবেষনাও হয় বিষয়টি নিয়ে। নতুন সিদ্ধান্ত ঘোষনার বিষয়ে হুইটম্যান বলেন, ‘এইচপি পিসি ডিভিশনটি বন্ধ না করে রেখে দেয়াই গ্রাহক এবং সহযোগিদের জন্য ভালো হবে। পাশাপাশি এতে সুবিধা হবে এইচপির শেয়ার হোল্ডারসহ কর্মীদের জন্যও।’
গত আগস্ট মাসে লিও অ্যাপোথেকার এইচপির পিসি ব্যবসা ডিভিশনটিকে বন্ধ করে দিতে চেয়েছিলেন। তারপর থেকেই পুরো পিসি ব্যবসা বাজারে এ চলে নানা ধরনের আলোচনা। আর প্রযুক্তি বাজারে সবাই ডেলকে পরবর্তী পিসি ব্যবসার বাজারে শীর্ষে বিবেচনা করতে শুরু করে। এ ব্যাপারেই বন্ধের সিদ্ধান্ত নেয়ার জন্যই লিও অ্যাপোথেকারকে এইচপির প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দিয়ে হুইটম্যানকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়।
-ফারহানা নুসরাত