বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটি পেশাদারদের জন্য জাইকার সহযোগিতায় শুরু হচ্ছে আইটিইই
আইটি পেশাদারদের জন্য জাইকার সহযোগিতায় শুরু হচ্ছে আইটিইই
বাংলাদেশের আইটি পেশায় সম্পৃক্তদের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় শুরু হচ্ছে ইনফরমেশন টেকনোলজী ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)। ২৬ মে বাংলাদেশ সফরকালে ফিলিনিটসের প্রেসিডেন্ট আইটিইই এর নানা দিক সম্পর্কে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় বাংলাদেশী আইটি পেশাদারদের জন্য শুরু হচ্ছে ইনফরমেশন টেকনোলজী ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন- আইটিইই।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে আইটিইই বাস্তবায়নে সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন ফিলিপাইন ন্যাশনাল আইটি স্টান্ডার্সের প্রেসিডেন্ট মারিয়া কোরাজান মেনদোজা আকল। বাংলাদেশ সফরকালে ফিলিনিটসের প্রেসিডেন্ট আইটিইই- এর নানা দিক সম্পর্কে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খানকে গত ২৬ মে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদেও হোয়া ও প্রকল্প সমন্বয়কারী আকি হিরো সুজি। আইটিইই সম্পর্কে তথ্যপ্রযুক্তি সচিব এন আই খান বলেন, বাংলাদেশী আইটি প্রফেশনালদের আর্ন্তজাতিক স্বীকৃতি পেতে আইটিইই সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জাপানের আইটিইই এশিয়ার ১২টি দেশে ইতোমধ্যে চালু রয়েছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আইটিইই ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাইকা আশাবাদ ব্যক্ত করেছে।