বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরী লাইফ সাপোর্টে
হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরী লাইফ সাপোর্টে
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর শারীরিক অবচস্থার চরম অবনতি হয়েছে। তাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিউ’র ৪নম্বর বেডে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।মঙ্গলবার তার পায়ে অস্ত্রোপচার করা হলে তার অবস্থা খারাপের দিকে যায়। ডায়াবেটিস আক্রান্ত বাবুনগরীর অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত শনিবার তাকে কারাগার থেকে বারডেমে ভর্তি করা হয়। তার পায়ে অস্বাভাবিক ভাবে পচন ধরায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির পর তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
কয়েকদিনের মাথায় পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মঙ্গলবার অস্ত্রোপচার চলাকালে তার কিডনী অকার্যকর হয়ে পড়ে। এসময় তাকে ডায়লাইসিস দেয়া হয়।
উল্লেখ্য, গত ৬ মে রাত ৮ টার দিকে লালবাগ মাদ্রাসা থেকে বের হওয়ার পর আজাদ মাঠেন কাছ থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।
পরে ৭ মে মঙ্গলবার তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তারেক মইনুল ইসলাম ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর পর ১৬ মে আরো ২২ দিনের রিমান্ডের আবদেন করা হলে আদালত তা মঞ্জুর করে। ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দায়ের এক মামলায় তাকে এই ২২ দিন রিমান্ড দেয় আদালত।